'বাংলা ছাড়া ভারত হয় না', ভাষা নিয়ে কড়া বার্তা মমতার
নিজস্ব প্রতিনিধি , হুগলি - বর্ষার জেরে কার্যত ভয়াবহ বন্যায় কবলিত বিভিন্ন জেলা। খানাকুলে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্গতদের পাশে দাঁড়ানো থেকে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কড়া বার্তা দেন তিনি।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী পৌঁছন হুগলির খানাকুল এলাকায় প্লাবন কবলিত কামারপুকুরের ত্রাণশিবিরে। সেখানে নিজে হাতে খিচুড়ি পরিবেশন করেন আশ্রয় নেওয়া মানুষদের। তাদের দুর্দশার কথা শুনে সেখান থেকে দ্রুত ব্যবস্থার আশ্বাস দেন। ত্রাণশিবির পরিদর্শনের পর মমতা রওনা দেন রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ কোটি টাকা অনুদানের ঘোষণা করেন তিনি। একইসঙ্গে, কামারপুকুর এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিশেষ বোর্ড গঠন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অনুদানের অর্থে একটি অতিথি নিবাস ও পার্কিং লট তৈরি হবে বলে জানান। সেখানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ' রামকৃষ্ণের ‘কথামৃত’ ও বিবেকানন্দের শিকাগো বক্তৃতা আমাদের মাথার মণি। বাংলাকে অপমান করা চলবে না।' তিনি আরও বলেন, ' স্বামীজি বাংলায় কথা বলতেন। কেউ যদি বলে বাংলা ভাষা নেই, তাদের বুঝতে হবে—বাংলা ছাড়া ভারত হয় না।'
পাশাপাশি, এদিন বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, ' বাংলা ভাষা নিয়ে খেলা করবেন না। বাংলা ভাষাকে অসম্মান করার চেষ্টা করবেন না।' সর্বধর্ম সমন্বয়ের প্রসঙ্গ তুলে বলেন, ' ছোটবেলা থেকে মা-বাবা রামকৃষ্ণের কথা শিখিয়েছেন। যা ব্রেনে আছে, তা কখনও ড্রেনে যাবে না।'