৯ই আগষ্ট ২০২৫, আজকের দিনের মীন রাশি ও কর্কট রাশি
নিজস্ব প্রতিনিধি কলকাতা -
মীন রাশি -
কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে কোনও পরামর্শ না দেওয়াই ভাল।
কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরের কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। সপরিবার ভ্রমণ হতে পারে। দুপুরের পরে কোনও কাজে ব্যর্থতা। কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে। প্রেমে অশান্তি। ধর্মালোচনায় সুনাম বৃদ্ধি। প্রেমে মাত্রাছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।
সম্পদ - আর্থিক ক্ষেত্রে ভাল
পরিবার - পারিবারিক ভাগ্য মাধ্যম প্রথা বুঝে চলুন
সম্পর্ক - সম্পর্কের ক্ষেত্রে দারুণ দিন
পেশা - পেশাগত ক্ষেত্রে দুর্ভোগ রয়েছে
শুভ দিক - অগ্নিকোণ
শুভ রং - ৬০
শুভ রত্ন - পোখরাজ
শুভ সংখ্যা - হলুদ
কর্কট রাশি -
প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ। কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা। রাগ বা জেদ বৃদ্ধি। পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি। ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা। সম্মান নিয়ে টানাটানির যোগ। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কোনও উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন।
সম্পদ - আর্থিক ক্ষেত্র ভাল যাবে না।
পরিবার - পারিবারিক ক্ষেত্র খুব খারাপ। সাবধান থাকুন
সম্পর্ক - সম্পর্কে ভাগ্য ভাল।বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে।
পেশা - জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে।
শুভ সংখ্যা - শুভ সংখ্যা - ৮৭
শুভ দিক - পশ্চিম
শুভ রত্ন - পীত মুক্তা
শুভ রং - সাদা