ইয়েমেনে মর্মান্তিক নৌকাডুবি মৃত ৬৮, নিখোঁজ ৭৪
নিজস্ব প্রতিনিধি , সানা - নতুন জীবনের স্বপ্নে পাড়ি, কিন্তু সেই স্বপ্নভঙ্গ হল যাত্রাপথেই। রবিবার ইয়েমেন উপকূলে শরণার্থী বোঝাই একটি নৌকা ডুবে মৃত্যু হয় অন্তত ৬৮ জনের। নিখোঁজ একাধিক মানুষ। সোমবার রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা এই মর্মান্তিক ঘটনার কথা প্রকাশ্যে আনে।
সূত্রের খবর, রবিবার ইয়েমেনের দক্ষিণ প্রদেশ আবিয়ানের উপকূলে অ্যাডেন উপসাগরে ডুবে যায় একটি শরণার্থী বোঝাই নৌকা। রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, ওই নৌকাটিতে ছিলেন ১৫৪ জন যাত্রী, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন আফ্রিকার ইথিওপিয়া ও সোমালিয়ার নাগরিক। ইয়েমেনের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছে, দুর্ঘটনার পর মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ৯ জন ইথিওপিয়ার এবং ১ জন ইয়েমেনের নাগরিক। নিখোঁজ রয়েছেন অন্তত ৭৪ জন।
স্থানীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। সমুদ্রে দেহ উদ্ধারের কাজ চলছে। উদ্ধারকারী দলের অনুমান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, হর্ন অফ আফ্রিকা ও ইয়েমেনের মাঝের সমুদ্রপথটি বিশ্বের অন্যতম বিপজ্জনক শরণার্থী রুট। বহু মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথেই পাড়ি দেন ইয়েমেনে, পরে সেখান থেকে সৌদি আরব বা উপসাগরীয় অন্য দেশে পৌঁছানোর আশায়। IOM এর রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ইয়েমেনে রয়েছেন প্রায় ৩.৮ লক্ষ অভিবাসী ও শরণার্থী রয়েছে।