বাংলা ভাষাভাষীদের অপমানে তৃণমূলের প্রতিবাদ, বোলপুর থেকে সূচনা ভাষা আন্দোলনের
নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বাংলা ভাষাভাষীদের হেনস্তা, বাংলাদেশে পুশব্যাকের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন নতুন ভাষা আন্দোলনের। ২১ জুলাইয়ের ভাষণে যে বার্তা দিয়েছিলেন, সেই পথেই এবার বোলপুরের মাটি থেকে প্রতিবাদে নামছেন তৃণমূল নেত্রী।
সূত্রের খবর, ভিনরাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আর এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দেন। আর সেই মতন আগামী সোমবার বোলপুর থেকে শুরু হচ্ছে এই প্রতিবাদ কর্মসূচি।
দলীয় সূত্রে জানা যায়, রবিবার রাতেই বীরভূমে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। পরের দিন দুপুর ২টোর সময় বোলপুরের লজ মোড় থেকে শুরু হবে বিশাল মিছিল। যা শান্তিনিকেতন রোড ধরে চৌরাস্তা, শ্রীনিকেতন রোড হয়ে জামমুড়ি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। সেখানেই ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। এই মিছিলকে ঘিরে ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব রক্ষার বার্তা ছড়িয়ে দিতে পথে নামছে তৃণমূল।
শুধু তাই নয়, এদিন বীরভূমের রাস্তাঘাটে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা গান, আবৃত্তি, নাটকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বাংলা ভাষার উপর আঘাতের। এই প্রতিবাদ ছাড়াও সোমবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কর্মসূচিও রয়েছে।