পাকিস্তান প্রীতি ট্রাম্পের, পাকিস্তানের ওপর চাপানো শুল্কের হার কমালো ট্রাম্প সরকার
নিজস্ব প্রতিনিধি , আমেরিকা - সম্প্রতি পাক প্রেমে মজেছে ট্রাম্প। বাণিজ্য চুক্তির পর পাকিস্তানের ওপর চাপানো শুল্কের হার কমালো ট্রাম্প। কিন্তু ভারতের ক্ষেত্রে শাস্তি স্বরূপ একই শুল্কের হার বজায় রইল।
সূত্রের খবর, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমস্ত দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছে। ভারতের ওপর সেই বাণিজ্য শুল্কের হার ২৫%। যা শুক্রবার থেকে কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নতুন এক্সিকিউটিভ অর্ডারে সই করেন, যেখানে একাধিক দেশের উপর আমদানি শুল্ক নিয়ে নতুন নির্দেশ জারি করা হয়েছে। পাকিস্তানের উপর পূর্বে আরোপিত ২৯ শতাংশ শুল্ক কমিয়ে ১৯ শতাংশ করা হলেও, ভারতের উপর এখনও ২৫ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে।
শুধু ভারত নয়, সিরিয়াকে ৪১ শতাংশ, ব্রাজিলকে ৫০ শতাংশ, সুইজারল্যান্ডকে ৩৯ শতাংশ এবং তাইওয়ানকে ২০ শতাংশ শুল্ক দিতে হবে বলে জানানো হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপে আবারও স্পষ্ট হল যে, বাণিজ্যিক কূটনীতিতে আমেরিকা এখনও ভারতের সঙ্গে কঠোর অবস্থান বজায় রেখেছে।
হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা বলেন, “আমরা বাণিজ্যচুক্তি নিয়ে আরও কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছি, তবে সেই তালিকায় ভারতের নাম আছে কি না, তা নিশ্চিত নয়।” পাকিস্তানের প্রতি নিজের উদার মনোভাব আরও একবার জহির করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "পাকিস্তানের তেলভাণ্ডার উন্নয়নে আমেরিকা সহযোগিতা করবে। সেই উদ্দেশ্যে দুই দেশ একসঙ্গে কাজ করবে।"