ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়াকে শেষ আল্টিমেটাম ট্রাম্পের
নিজস্ব প্রতিনিধি , মস্কো - ইউক্রেন - রাশিয়া সংঘর্ষ নিয়ে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ৫০ দিন নয়, এবার ১০ থেকে ১২ দিনের মধ্যেই যুদ্ধ থামাতে হবে। না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা চাপাবে আমেরিকা।
সূত্রের খবর, প্রেসিডেন্ট পদে আসার পর থেকেই রাশিয়া - ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর ডোনাল্ড ট্রাম্প। সোমবার স্কটল্যান্ড থেকে এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “আমি ভ্লাদিমির পুতিনের উপর ভীষণ হতাশ। রাশিয়া যদি ১০–১২ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে না আসে, তাহলে আমেরিকা কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে।” ট্রাম্প আরও জানান, “আমার বার্তা স্পষ্ট। আর সময় দেওয়া হবে না। যুদ্ধ থামাতে না পারলে রাশিয়া এর পরিণতির জন্য নিজেই দায়ী থাকবে।" এই হুঁশিয়ারিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, “মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট ও কঠোর অবস্থান নিয়েছেন। এতে আমাদের মনোবল বাড়ছে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ট্রাম্পের প্রচেষ্টা যদি এই মৃত্যু মিছিল থামাতে পারে, তা হলে তা অবশ্যই প্রশংসাযোগ্য।” যদিও এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও আসেনি।
যদিও রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ দিমিত্রি মেদভেদেভ এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন, “ট্রাম্প একটি রাজনৈতিক খেলা খেলছেন, যার ফল মারাত্মক হতে পারে। এতে দুই পরাশক্তির মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা তৈরি হচ্ছে।”