তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসেই বিশ্ববিদ্যালয় পরীক্ষা, ক্ষোভে ফুঁসছে টিএমসিপি
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনেই নির্ধারিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। ঘটনায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে সদ্য প্রকাশিত পরীক্ষাসূচিতে জানানো হয়েছে, ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে বিকম চতুর্থ সেমিস্টারের এবং বিএ এলএলবি চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। সময় ঠিক হয়েছে দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু ওই দিনটিই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, যা দলের ছাত্র সংগঠনের কাছে এক আবেগঘন দিন। আর এই নিয়ে সরব হয়েছে তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
তার সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ' ছাত্র-যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দিতে ষড়যন্ত্র করা হয়েছে। কেন্দ্রের ইশারায় এই সমস্ত হচ্ছে।' তিনি আরও বলেন, গণতন্ত্রে প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শে আস্থা রাখার অধিকার রয়েছে। এই ধরনের সিদ্ধান্ত সেই গণতান্ত্রিক পরিকাঠামোকেই আঘাত করে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্ধারিত দিনেই পরীক্ষা হবে, সূচি বদলের কোনও পরিকল্পনা নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। তাঁর সাফ বক্তব্য, ' বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সরকার ঘোষিত ছুটির দিনেই পরীক্ষা নেয় না। প্রতিটি রাজনৈতিক দলের অনুষ্ঠানের দিন ভেবে পরীক্ষা নির্ধারণ করা সম্ভব নয়। এই দাবি অগণতান্ত্রিক এবং ভিত্তিহীন।'