রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা , নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা
নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গতকয়েকদিন ধরে গরমে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ। কার্যত আর্দ্রতা জনিত অস্বস্তি বিরাজ করছিল রাজ্যে। হাসফাঁস অবস্থা ছিল কলকাতাবাসীর।তবে এবার কিছুটা বদল আসবে আবহাওয়ায়। নিন্মচাপের প্রভাবে রাত অথবা আগামীকাল থেকে ভ্যাবসা গরম অনেকটাই কমবে।
সূত্রের খবর , আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নিন্মচাপটি উত্তর - উত্তর পশ্চিম দিকে অগ্রসর ক্রমশ হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় শক্তি বৃদ্ধি করে তা আরও সুস্পষ্ট নিন্মচাপে পরিণত হওয়ার সম্ভবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রাজ্যে। উত্তর বঙ্গপসাগরে দমকা হাওয়া চলতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হতে পারে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিপাত চলতে পারে। কোথাও দু এক পশলা বৃষ্টিও চলতে পারে। ভারী বৃষ্টি চলবে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণাতে। দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভবনা বাঁকুড়া, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া জেলাগুলিতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভবনা। কলকাতায় গত দুদিন আর্দ্রতা জনিত অস্বস্তি বিরাজ করলেও বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত গরমের সম্ভাবনা অনেকটাই কমবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।
শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগণা, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে দমকা হাওয়াও চলবে। শনিবার অর্থাৎ সপ্তাহের শেষে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, কলকাতা প্রভৃতি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে সার্বিকভাবে বৃষ্টিপাতের পরিমান কম থাকবে গোটা উত্তরবঙ্গে। শুধুমাত্র মালদহ জেলায় বৃষ্টিপাতের পরিমান বেশি থাকার সম্ভবনা।