image

কলকাতা লিগ, বিজয়রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, হাফ ডজন গোলে জয় লাল-হলুদের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ডার্বি জয়ের স্বাদ বাড়ল। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের বিজয়রথ অব্যাহত। মঙ্গলবার বেহালা এসএসকে ৬-০ ব্যবধানে হারাল লাল-হলুদ শিবির। হাফ ডজন গোলে পুরো পয়েন্ট পকেটে ভরল জেসন টিকের দল। 

প্রথমার্ধের ১৮ মিনিটেই চাকু মাণ্ডির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর ৩০ মিনিটে লাল-হলুদের হয়ে ব্যবধান বাড়ান ডেভিড। ৩ মিনিট পরেই দলের হয়ে তৃতীয় গোলটি করেন মহম্মদ আশিক। প্রথমার্ধে ৩-০ ব্যবধানেই সাজঘরে ফেরে ইস্টবেঙ্গল। ম্যাচের শুরু থেকে একাধিক আক্রমণের জেরেই এই সফলতা পেয়েছ লাল হলুদ।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটের মাথায় গোল করেন নসিব রহমান। এর ঠিক কিছুক্ষণের মধ্যেই ব্যবধান ৫-০ করেন মার্ক জোথানপুইয়া। ৭৫ মিনিটের মাথায় বিপক্ষ দলের কফিনে শেষ পেরেক পুঁতেছেন ভানলালপেকা গুইতে। ৪ মিনিটের মধ্যে হঠাৎই জ্বলে ওঠে লাল-হলুদ। দল বদলের পরেই যেন থামতে চাইছেনা ইস্টবেঙ্গলের বিজয়রথ।
 

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved.