ফের নারী পাচার চক্র ফাঁস, অভিযান চালিয়ে উদ্ধার করা হল ৩৫ জন যুবতীকে
নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ফের একবার নারী পাচার চক্রের হদিস মিলল উত্তরবঙ্গে। এর আগেও ৫৬ জন তরুণী উদ্ধার করেছিল উত্তরবঙ্গের পুলিশ। সেই রেশ কাটতে না কাটতেই আবারও উদ্ধার ৩৪ জন যুবতী।
সূত্রের খবর , রবিবার রাতে শিলিগুড়ি জংশনের প্রধান নগর এলাকা থেকে ৩৪ জন যুবতিকে উদ্ধার করে প্রধাননগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রাঁচি গামী একটি রিজার্ভ বাস থেকে উদ্ধার করা হয় ওই যুবতীদের।
অভিযোগ, 'তামিলনাড়ুর একটি গার্মেন্ট ওয়ার্কশপে কাজ দেওয়ার নাম করে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের।' কিন্তু উপযুক্ত কোন নথিপত্র দেখাতে পারেননি ওই যুবতীরা। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তিন এজেন্টকে। যুবতীদের উদ্ধার করে তাদের পরিবারের লোকজনদের কাছে পৌঁছে দেওয়া হয়।
ধৃতের নাম গৌতম রায়, পেট্রাস বেক ও জয়শ্রী পালকে। ধৃতরা ওই তরুণীদের শিলিগুড়ি চা বাগান এলাকা থেকে একত্রিত করে রাঁচির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা করছিল। উত্তরবঙ্গ থেকে একের পর এক তরুণীদের ভিন রাজ্যের পাচারের চেষ্টায় কার্যত উদ্বিগ্ন হয়েছে প্রশাসন।
ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা দেবব্রত দত্ত বলেন, "বাংলার প্রশাসন সদা সতর্ক এবং সক্রিয়। এর আগেও ৫৬ জন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ আর এখন ৩৫ জন তরুণীকে উদ্ধার করল তারা। অপরাধীরা অপরাধ সংগঠিত করে কিন্তু পুলিশ এতটাই সক্রিয় যে তারা সেটাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেয়। বারংবার বাংলার পুলিশ নিজেদের প্রমাণ করেছে।"
পাল্টা বিজেপি নেতা রাজু সাহা বলেন, "বাংলার কোন শিল্প নেই। এই নারী পাচার মানব পাচার এগুলোই এখন বাংলার শিল্প। বিশেষ করে চা বাগানের মহিলাদের টার্গেট করা হচ্ছে। পুলিশের আরও সতর্ক হওয়া উচিত।"