' আপনারা কিন্তু রাজ্য সরকারের কর্মী ' - SIR নিয়ে বিএলওদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিহারে ভোটার তালিকা সংশোধন ঘরে তৈরি হওয়া বির্তকের মধ্যেই বাংলায় ভোটার সমীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনিক বৈঠক থেকে বিএলও ও জেলা প্রশাসনের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর , সোমবার বীরভূমে ভাষা আন্দোলন কর্মসূচি শুরু করার আগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। সেই বৈঠক থেকে বিএলওদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' বিএলও দের কাছে আমার অনুরোধ ভোটার তালিকা থেকে যেন কারোর নাম বাদ না যায়। অযথা কোনো মানুষকে হেনস্থা করবেন না। মনে রাখবেন , আপনারা রাজ্য সরকারের কর্মী। ভোটের দিন ঘোষণা হওয়ার আগে ও পরে দায়িত্ব থাকে রাজ্য প্রশাসনের ওপর।'
তিনি আরও বলেন , ' জেলাশাসকদের চোখ-কান খোলা রাখতে হবে। দায়িত্বটা নীচের স্তরে না দিয়ে, নিজেরা দেখুন কী হচ্ছে। ১০০০ জনকে দিল্লিতে প্রশিক্ষণে পাঠানো হয়েছে আমাদের জানানো হয়নি! জেলাশাসকদের উচিত ছিল আমাকে বা মুখ্যসচিবকে জানানো।' এই মন্তব্যের মাধ্যমে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় কেন্দ্রীয় হস্তক্ষেপের বিরুদ্ধেও নিজের অসন্তোষ স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে বিএলওদের দফায় দফায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যার মধ্যে ১৭-১৮ জুলাই দিল্লি এবং ২১ জুলাই কলকাতার নজরুল মঞ্চের কর্মশালাও রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন। এদিন পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলার প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে রয়েছেন। যারা ফিরতে চান, তাদের ফিরিয়ে আনুন। ফিরলে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড ও ১০০ দিনের কাজ দেওয়া হবে।' এই বিষয়ে মন্ত্রী মলয় ঘটক, সাংসদ সামিরুল ইসলাম এবং মুখ্যসচিব মনোজ পন্থকে আলোচনায় বসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।